নিজস্ব প্রতিবেদকঃ-
উচ্চশিক্ষা নিতে আর্ন্তজাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় পরিচালিত উত্তর আমেরিকার দেশ কানাডা গেলেন মাগরুব মোরশেদ মাহমুদ আল সাবাব।
তিনি ১৬ মে কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যান।
সাবাব কানাডার ওনটারিও টরেন্টো এ্যালগোমা ইউনিভার্সিটিতে বাকি শিক্ষাজীবন সম্পন্ন করবেন বলে পরিবার সূত্র জানিয়েছেন।
মাগরুব মোরশেদ মাহমুদ আল সাবাবের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তিনি রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব খুরশিদের রহমানের ছেলে।

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠনে সবার কাছে দোয়া চেয়েছেন আলহাজ্ব খুরশিদের রহমান।
Recent Comments