চট্টগ্রাম প্রতিনিধিঃ-
চট্টগ্রামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪ কার্টন সিগারেট লুট করার অভিযোগ পাওয়া গেছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে নগরীর পোস্তার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
সেখানে একটি ভবনের নিচতলায় গুদাম ভাড়া নিয়েছিলেন চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ ও তার এক অংশীদার।
পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “ভোর রাত চারটার দিকে গুদামের তালা কেটে এক দল লোক প্রবেশ করে। এসময় পাশের রুমে স্টোর কিপারকে আটকে রেখে তারা সিগারেট লুট করে।”
গুদাম থেকে ৯৪ কার্টন সিগারেট একটি পিকআপে করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী হোসাইন পারভেজ। তার দাবি, লুট করা সিগারেটের বাজার মূল্য ৩৩ লাখ টাকা।
ওসি মহসিন জানিয়েছেন, গুদামে কোনো প্রহরী, সিসি ক্যামেরা নেই।
Recent Comments