ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
ফেনী পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম এর বিশেষ দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল সোহেল পারভেজ এর তত্ত্বাবধানে, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহম্মেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) আবদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০১ আসামী কে আটক করা হয়।
শনিবার (৩১ জুলাই) অভিযান পরিচালনা করে ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া এলাকা হইতে ডাকাতির প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী মোঃ সাকিবুল হাসান প্রঃ সাকিব (১৮), পিতা- আব্দুল লতিফ ভূইয়া, মাতা- মেহেরুন নেছা , গ্রাম- মধ্যম মটুয়া, নতুন পল্লী বিদুৎ অফিসের সামনে, মেহেরুন নেছা ভবন, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Recent Comments