নিজস্ব প্রতিবেদকঃ-
ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। উনার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত বুধবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঐ নমুনার ফলাফল না আসায় গতকাল ৩জুলাই শনিবার পুনরায় নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ দিনে দিনে পরীক্ষার রিপোর্ট নিয়ে আসেন।
গতকাল শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সিহাব উদ্দিন জানান ওসি মোঃ শহিদুল ইসলাম এর করোনা রিপোর্ট পজেটিভ। তবে ওনার শরীরিক অবস্থা ভালো। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
এ অবস্থায় অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম দেশবাসী সর্বস্তরের জনগণের কাছ থেকে দোয়া প্রার্থনা করেছেন।
তাই সকলের প্রতি আহ্বান সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিন…
Recent Comments