ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীঘ্রই (এই সপ্তাহে) করোনা টিকা (সিনোফার্ম) প্রদান শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার মোঃ শিহাব উদ্দিন রানা।
১. ১ম ধাপে যারা প্রথম ডোজ এর জন্য মেসেজ পেয়েছিলেন তাদের মধ্য থেকে পুনরায় এবং যারা নতুন রেজিঃ করে মোবাইলে মেসেজ পেয়েছেন শুধু তারাই মোবাইল মেসেজের উল্লেখিত তারিখে টিকার কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করতে পারবেন।
২. যাহারা পূর্বে ১ম ধাপে ১ম ডোজ টিকা পেয়েছিলেন, তারা কোনভাবেই এই টিকা নিতে পারবেন না। তাদের জন্য শীঘ্রই টিকা আসবে।
৩. ১ম ডোজ নেওয়ার ২৮ দিন পরে ২য় ডোজ টিকা নিতে পারবেন
৪. তবে কেহ বর্তমানে অসুস্থ থাকলে অসুস্থ অবস্থায় ভ্যাকসিন নেয়া যাবেনা। সুস্থ হওয়ার পর ভ্যাকসিন নিতে পারবেন।
৫. কারো করোনা হয়ে থাকলে কোভিড টেস্ট নেগেটিভ হওয়ার অথবা সুস্থ ঘোষিত হওয়ার ২৮ দিন পর ভ্যাকসিন নিতে পারবেন।
৬. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি রোগীর রক্তের গ্লুকোজ, রক্ত চাপ, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকলে ভ্যাকসিন নেয়া যাবে।
৭. ভ্যাকসিন নেয়ার পর কমপক্ষে ৩০ মিনিট টিকা কেন্দ্রে অবস্থান করতে হবে।
৮. সামাজিক দুরত্ব বজায় রেখে ভ্যাকসিন নিতে হবে, টিকাদান কেন্দ্রে সবাইকে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরিধান করতে হবে।
৯. টিকা সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করবেন –
* ডাঃ সাকিফ – ০১৭৭৭- ৩৮০৬০৫
* ডাঃ ইমাম- ০১৬৩১- ৭৪৩৬২২
* মোঃ উল্লাহ – ০১৮২৭- ৯৮২০৬০
Recent Comments