ফুলগাজী প্রতিনিধি :-
ফুলগাজীতে গৃহবধু খালেদা ইসলাম অমির উপর এসিড নিক্ষেপের ঘটনায় আটককৃত ৩ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ফুলগাজী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদুল হক জানান, সোমবার বিকালে আটককৃতদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরকৃত আসামীরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নর নিলক্ষী গ্রামের মৃত হাবিবুল্লাহ ছেলে মোঃ তারেক (২৭), একই গ্রামের আবুল কালামের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল মিনার (২২) ও পরশুরামের সাতকুচিয়া গ্রামের নুর ইসলামের ছেলে নজরুল ইসলাম (১৯)।
Recent Comments