ফেনী শহর প্রতিনিধিঃ-
ফেনী শহরের একটি মার্কেটে আগুন লেগে ১২ দোকানের মালপত্র পুড়ে গেছে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, শহরের বড়বাজারে সওদাগর টাওয়ার মার্কেটের চার তলায় আইমান ফোম ও পর্দা নামে একটি দোকানে বুধবার মধ্যরাতে আগুন লাগে। পরে তা আশপাশের ১২ দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রনে আনে বলে তিনি জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বাজারের আশপাশে কোথাও জলাশয় না থাকায় আগুন নেভাতে সময় বেশি লেগেছে। বারবার ফেনী ফায়ার সার্ভিস স্টেশনে গিয়ে গাড়িতে করে পানি আনতে হয়েছে।
তবে তিনি নির্দিষ্ট করে আগুনের কারণ বলতে পারেননি।
আইমান ফোম ও পর্দার মালিক অর্জুন দাস বলেন, “সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমার দোকানে ফোম, পর্দা, শাড়িসহ প্রায় পাঁচ লাখ টাকার মাল ছিল।”
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী ক্ষতির পরিমাণ সম্পর্কে বলেন, ১২ দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানতে পেরেছি৷
Recent Comments