নিজস্ব প্রতিনিধি :-
ফেনী শহরের বাঁশপাড়ার মাদক সেবন ও মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পৌরসভার যুগান্তর অফিসে হামলা চালায় বখাটে শাওন নাথ সহ কয়েকজন বখাটে। তাদের হামলায় যুগান্তরের প্রতিনিধি যতন মজুমদার আহত হন। এ ঘটনায় পুলিশ শাওন নাথ কে আটক করেছে।
যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার জানান, বাঁশপাড়ায় একটি পরিত্যাক্ত ঘরে জহর নাথের ছেলে শাওন নাথ ইয়াবা ও গাঁজা সেবন করে রাস্তায় মেয়েদেরকে উত্ত্যক্ত করে। বাঁশপাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মুকুল সহ কয়েকজন প্রতিবাদ করে। মাদক সেবনের খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালায়। তিনি আরো জানান, পুলিশের অভিযান চালানোর কারণে সে আমাকে সন্দেহ করে। গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে সে আমাকে ফোন দিয়ে বলে তোমার রক্ত দিয়ে স্নান করবো। পরে আমার অফিসে এসে অতর্কিত হামলা চালায়। আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে শাওনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
টিবিএন/ আইএইচএস
Recent Comments