নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনীতে মাস্ক না পরা ও ঔষধ দোকানে অভিযান চালিয়ে ৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।
রবিবার (৩০ মে) এসএসকে রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ আইন ১৯৪০, মাস্ক না পড়ায় দণ্ডবিধি ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ ৭ টি মামলায় ৭জন ব্যক্তিকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন , ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয়েরর সহকারী পরিচালক প্রিয়াঙ্কা দত্ত ও ফেনী জেলা পুলিশের একটি টিম।
Recent Comments