নিজস্ব প্রতিনিধি :-
ছাগলনাইয়ার শুভপুরের পুরাতন (সাহেবের হাট) বাজারে আজ সকালে অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার সময় শুভপুর পুরাতন বাজারের খাওয়ার হোটেল আলমগীর’র দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান’র নেতৃত্বে ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন লাগা ঐ দোকানের পাশ্ববর্তী ১৫ টি দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের ৩টি হোটেল, ১ টি সেলুন, ৪টি কুলিং কর্ণার, ১ টি মুদি দোকান, ৩টি পানের দোকান, ১ টি ইলেক্ট্রিক দোকান, ২টি ফার্ণিচার দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ইউপি সদস্য ফজলুর রহমান সজিব।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলার শুভপুর পুরাতন বাজারে আগুন লাগার খবর পেয়ে ১টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এসময় আমাদের সাথে সহযোগীতা করেন শুভপুর সমাজ কল্যাণ সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে আমরা নিশ্চিত হই।
তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় টাইমস বাংলা নিউজ’র বার্তা সম্পাদক ইকবাল হোসেন সাব্বির।
টিবিএন/ আইএইচএস
Recent Comments