নিজস্ব প্রতিনিধিঃ-
ছাগলনাইয়ায় ঈদের দিন পুকুরে পড়ে বেড়াতে আসা এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন তিন বছরের এক শিশু বাড়ীর পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। ঈদের ছুটিতে বাবা মা চট্টগ্রাম থেকে দুইদিনের জন্য নাড়ীর টানে বাড়ী এসে চিরকালের জন্য হারালো আদরের ছেলেটিকে।
ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বাঁশপাড়া ছাহেদুল হক মাস্টার বাড়ীতে। সুত্র জানায়, ঐ বাড়ীর প্রভাষক আমান উল্লাহর শিশু পুত্র আরহাম সাইদ ইজান (৩) বিকেল সাড়ে ৩ টার সময় বাড়ীর পুকুরে ভেসে ওঠে। তাৎক্ষণিক হাসপাতালে নিয়েগেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। প্রভাষক আমান উল্লাহ সোনাগাজী সরকারি কলেজে কর্তব্যরত।
ঈদুল আযহার দিন বাঁশপাড়া গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Recent Comments