নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনী জেলার ছাগলনাইয়ায় কোভিড-১৯ এ সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক না পরার অপরাধে ১১মামলায় ৮হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।
বৃহস্পতিবার (০৬ মে) দুপুর ১.০০ টায় ছাগলনাইয়া উপজেলার পৌরসভার অন্তর্গত মার্কেটগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতাদের নিকট পন্য বিক্রয় করতে দেখা যায়। এছাড়াও পথচারীদের ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা গুনতে হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারীভাবে জারীকৃত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত নির্দেশ অমান্য করার দায়ে ১১টি মামলার মোট ৮,৬০০/- টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে হোমায়রা ইসলাম টাইমস বাংলা নিউজ কে জানান, সরকারের বিধি অনুযায়ী মাস্ক শতভাগ ব্যবহার নিশ্চিত না করা পর্যন্ত জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ভিডিও লিঙ্কঃ- Click→ https://www.facebook.com/watch/?v=155082203286437
Recent Comments