ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
ফেনী ছাগলনাইয়া থানায় মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী তহিদুল ইসলাম বাবু (৩০) গ্রেপ্তার।
মঙ্গলবার (০১ জুন) ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম’র তত্ত্বাবধানে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম’র নিদের্শে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি, এএসআই(নিঃ) মোঃ মনির হোসেন, এএসআই (নিঃ) রমেন মজুমদার, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন এর ০১ জুন রাতে যৌথ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী তহিদুল ইসলাম বাবু (৩০), পিতা- তমিজ উদ্দিন, গ্রাম- উত্তর মটুয়া (এছাক ভূঞা বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, বর্তমানে- গ্রাম- দক্ষিণ যশপুর (মির্জার বাজারের পূর্ব পার্শ্বে খোদেজার ভাড়াটিয়া), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানা পুলিশ জানান, আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
Recent Comments