নিজস্ব প্রতিনিধি :-
ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উকিল পাড়ার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সুজন (১৯) । নিহত সুজন নোয়াখালীর বাসিন্দা। সে স্ব-পরিবারে ফেনীতে বসবাস করেন।
পরিবারের অভিযোগ সুজনকে হত্যা করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি তদন্ত ওমর হায়দার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।
তিনি জানান হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
টিবিএন/ আইএইচএস
Recent Comments