নিজস্ব প্রতিনিধি :-
ফেনী ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে দক্ষিণ ছয়ঘড়িয়া এলাকায় ২১(জুন) সোমবার বেলা দুইটার দিকে সীমান্তের ২১৯৮/১০ এস পিলার সংলগ্ন ছয়ঘড়িয়া গ্রামের এক কৃষক ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়ার সময় কাটার মেশিনের সাথে লেগে মাটির নিচ থেকে অবিস্ফোরিত গোলাটি উঠে আসে। পরে অবিস্ফোরিত অবস্থায় গোলাটি পাওয়া গেলে এলাকার স্থানীয়দের মাঝে এক আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় গোলাটি পড়লেও অবিস্ফোরিত অবস্থায় নিচে পড়ে মাটির নিচে ঢেকে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে চম্পকনগরের বিওপি ক্যাম্প এর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার স্থানীয়দের নিরাপদ এলাকায় সরিয়ে দেয়।
এ ব্যাপারে চম্পকনগর বিওপি ক্যাম্প এর কমান্ডার সুবেদার আব্দুল করিম জানান, কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। চম্পকনগর বিওপি ক্যাম্প এর বিজিবি সদস্যরা অবিস্ফোরিত মটারটি ঘেরাও দিয়ে রাখে।
Recent Comments