নিজস্ব প্রতিনিধিঃ-
বিদেশী মদ-গাঁজাসহ দুই কারবারীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান জানান, আজ বৃহস্প্রতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উপস্থিত হওয়া মাত্রই উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি দ্রুত পালিয়ো যাওয়ার চেষ্টা করলে র্যাব ধাওয়া করে উক্ত স্থান হতে মোঃ নাজমুল হাসান (২০), ও মোঃ জিহাদ হোসেন (১৮) কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাহাদের হেফাজতে থাকা ৩ বস্তার ভিতর এবং ১০ টি কার্টুন হইতে মোট ১৫৯ (একশত ঊনষাট) বোতল বিদেশী মদ, ১৩৮ (একশত আটত্রিশ) ক্যান বিয়ার এবং ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ১৭ হাজার ৩০০।
Recent Comments