মাঠের ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। এবার সেই আগুনে ঘি ঢাললেন বাংলাদেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।
শুক্রবার (২৬ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল কে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘প্রেসিডেন্ট বক্সে আসলে একজন ক্রিকেটারকে উলঙ্গ করা হয়। পুরো উলঙ্গ করা হয়। এটা উনারাও জানেন। উনারা অস্বীকার করতে পারবেন না। ওখানে আমাদের মানুষরাও থাকেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্কের মানুষও থাকেন। আমরা শুনি। ’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বক্সে যখন বলা হয়, ‘ওই প্লেয়ার চলে না’, তখন ওই প্লেয়ার আর চলেই না। যেখানেই ভালো খেলুক আর চলে না। ’
মাশরাফি আরও বলেন, ‘ক্রিকেটারদের কানে না আসলে আমরা জানলাম কোত্থেকে? অন্য কেউ কথা বলছে না এখন। আমার মতো কেউ ছেড়ে আসুক, তখন সেও বলা শুরু করবে। কারণ, সে জানে কোড অফ কন্ডাক্ট আর নাই। মিলিয়ে দেখবেন তখন। ’
টিবিএন/ আইএইচএস/ বাংলা২৪
Recent Comments