রাজশাহী প্রতিনিধি :-
রাজশাহীর দুর্গাপুরে পুকুর খননের মাটি পরিবহনের করে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ব্যাক্তিকে ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভদেবনাথ এর নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। দুর্গাপুর উপজেলার গোড়খাই গ্রামে তবিবুর রহমান, পালী বাজারের আতাহার আলী, শ্যামপুর গ্রামের জহুরুল ইসলাম, ও শাহাবপুর গ্রামের রাজু আহম্মেদ। ভ্রাম্যমান আদালত ৪ব্যাক্তির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ১লক্ষ ২০হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভদেবনাথ বলেন, পুকুর খনন করতে গিয়ে পরিবহনে মাটি বিক্রি করার জন্য সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করা কোন ব্যাক্তিকেই ছাড় দেওয়া যাবেনা। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
Recent Comments