শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের তরুণ অলরাউন্ডার ফেনীর ছেলে মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরের মাঠে খেলা বলে সাম্প্রতিক ব্যর্থতার বলয় থেকে দল বেরিয়ে আসতে পারবে বলে প্রত্যাশা তার।
শুক্রবার (৭ মে) সাইফউদ্দিন জানান, নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। আর তাই রোজা রেখেও গরমের মধ্যে চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন। মিরপুরে ইতোমধ্যে শুরু হয়েছে শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি।
Recent Comments