সিলেট প্রতিনিধি :-
ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী সাব্বির হোসেন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেটের সুবিদবাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল চালানোকালীন সিলেটের সুবিদবাজার পয়েন্টে সাব্বিরকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে সাব্বির ঘটনাস্থলেই মারা যান।
Recent Comments