নিজস্ব প্রতিনিধিঃ-
সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পুরাতন সওদাগর হাটের ব্যাপারী পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ৩১মে সোমবার ভোর ৫টার দিকে বেলাল হোসেন (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে তার প্রতিপক্ষ আব্দুর শুক্কুর ও আবুল কালামের সাথে জায়গা জমিনের বিরোধ চলে আসছিল।
শুক্কুর ও কালামের ছেলে আবুল হাসেম (৪০), মোঃ ফরিদ (৩০) সহ তাদের দলবল নিয়ে প্রতিপক্ষ বেলালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জখমের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গ্রামবাসী এমন হত্যা কান্ড দেখে অবাক। সাথে পুরো গ্রামের সবাই বেলাল ও ফরিদসহ তাদের দলের সবাইকে ঘিরে রেখে সোনাগাজী মডেল থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ এসে উপস্থিত হয়।
জানা যায়, বেলাল ও ফরিদের সাথে তাদের সহযোগী শেখ বাহার (৩৮), মোঃ মিন্টু (২২), নিজাম উদ্দিন (৫৫), সালেহ আহমদ (৪৮) সহ ৬জনকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী।
Recent Comments