চৌদ্দগ্রাম প্রতিনিধি :-
চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়ন দূর্গাপুর গ্রামের কামাল ড্রাইভারের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (শাহেদ) ৩০ নিহত হয়েছেন।
নিহতদের পরিবার সূত্র জানায়, শাহেদ বৃহস্পতিবার রাতে কক্সবাজার যাওয়ার জন বের হয়,আজ শুক্রবার ভোর ৪ টা দিকে চৌদ্দগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া নামক স্থানে পোঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পেলে স্টার লাইন পরিবহনের বাস। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় জাহাঙ্গীর হোসেন শাহেদ (৩০)।
উপজেলার বাতিসা ইউনিয়ন দূর্গাপুরে এ ঘটনার খবর পৌঁছালে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার সাথে এলাকার আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।
তারা হলেন বাতিসা ইউনিয়ন আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাজ্জী ইয়াছিন আরাফাতের ভাতিজা ও হাজ্জী আবুল হাসেমের ছেলে ছাএলীগ নেতা মোঃ আবুছালে পিংকু,ও মোঃ ফজলুল হকের ছেলে মোঃ শাখিল , মোঃ ইব্রাহীমের ছেলে মোঃ পারভেজ।
টিবিএন/ আইএইচএস/ বার্তা
Recent Comments