নিজস্ব প্রতিনিধি <>
হেফাজতের যুগ্ম মহা সচিব মামুনুল হক ৩ এপ্রিল নায়ানগঞ্জের একটি রিসোর্টে নারীসহ জনতার হাতে ধরা পড়ে। পরবর্তীতে জনতা তাকে পুলিশের হাতে ছেড়ে দেন। এ খবর জানা জানি হলে হেফাজতের কর্মীরা মামুনুল হককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে যায়। মুহুর্তে উক্ত ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ পক্ষে আবার কেই বিপক্ষে অবস্থা নিয়ে মন্তব্য দিতে থাকে। ঠিক সময়ে মামুনুল হকের স্ত্রীর সাথে কথোপকোথন, মামুনুল হকের সাথে কথিত স্ত্রীর কথোপকথন, মামুনুল হকের বোনের সাথে আসল স্ত্রীর কথোপকথন এবং আরো কয়েকজন নারীর সাথে কথোপকথন ফাঁস হয়ে যায় ।
উক্ত বিষয় গুলো নিয়ে এডভোকেট মহসিন আলী তার এফবি আইডি তে একটি স্ট্যাটাস দেন, যেটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
মামুনুল হক যে নারীকে নিয়ে রিসোর্টে গিয়েছিল, মামুনুলের দাবি অনুযায়ী উনি তার দ্বিতীয় স্ত্রী। এরপর কিছু প্রশ্ন-
১. ভিডিওতে দেখা যায় মামুনুল বলছে তার স্ত্রীর নাম আমিনা তাইয়েবা। অন্যদিকে ঐ নারী বলছেন উনার নাম জান্নাত আরা। আজকে গণমাধ্যমও নিশ্চিত করেছে উনার নাম জান্নাত আরা। প্রশ্ন হলো, মামুনুল কি তার স্ত্রীর নাম জানে না, নাকি ইচ্ছা করেই মিথ্যা বললো? দেখি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা।
২. রিসোর্টের চেকইন ফর্মে ঐ নারীর নাম এন্ট্রি করা হয়েছে আমিনা তাইয়েবা নামে। কেনো এই মিথ্যার আশ্রয়? আমিনা তাইয়েবাই বা কে?
৩. গণমাধ্যম সূত্রে জানা গেল, আমিনা তাইয়েবা মামুনুলের নিজের স্ত্রীর নাম।

আচ্ছা, এবার বুঝা যাচ্ছে মামুনুল তাহলে নেকাবের আড়ালের সুযোগ নিয়ে স্ত্রীর নামে এন্ট্রি করে অন্য নারীকে নিয়ে প্রমোদে গিয়েছিল।
ন্যূনতম বিবেচনা শক্তি থাকলেও পরিষ্কার বুঝা যায় এই মহিলা মামুনুলের স্ত্রী নয়। এরাই আবার ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে। এমনকি আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলা এই জানোয়ার তো মনে হয় আল্লাহকে বিশ্বাসই করে না, তার মনে আল্লাহর ভয় থাকলে কি আল্লাহর নামে, কোরানের নামে এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারতো?
পাশাপাশি হেফাজতে ইসলাম সাংগঠনিক ভাবে মামুনুলের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে তাদের আদর্শ লাম্পট্য, তাদের আদর্শ জেনা। ইসলাম হেফাজতের নামে তারা দুশ্চরিত্র বদমাশদের হেফাজতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।
ইসলামের লেবাসধারী এই জেনাকারি, ভন্ড, প্রতারকদের প্রতিহত করার সময় এসেছে৷
দয়া করে আল্লাহ প্রদত্ত বুদ্ধি বিবেচনা কাজে লাগান। এদের আসল চেহারা তুলে ধরে মানুষকে সচেতন করুন। আপনার আমার কষ্টার্জিত পয়সায় এদের হেলিকপ্টার ভ্রমণ আর নারীসঙ্গের দিন শেষ হতে চলেছে ইনশাআল্লাহ।
Recent Comments