ছাগলনাইয়া প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জুনিয়র কেসিএল ক্রিকেট টূর্ণামেন্ট- ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ই মার্চ রবিবার বিকেল ৩টায় টূর্ণামেন্ট ফাইনাল খেলা ও খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত টূর্ণামেন্ট উত্তর কুহুমা গ্রামের ৪টি দল অংশ গ্রহণ করেন। এতে ফাইনাল খেলায় কুহুমা বাই কিং বনাম কুহুমা স্টার’র মধ্যকার খেলায় কুহুমা স্টার জয় লাভ করেন।
টূর্ণামেন্টে বিভিন্ন খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শাকিল, সালমান, হাসান, সিফাত, ফাহাদ। ম্যান অব টূর্ণামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সালমান।
শান্তির বন্ধন’র সভাপতি দেলোয়ার হোসেন মিলন’র সঞ্চালনায় ও ক্রীড়া সম্পাদক মমিনুল হক পাভেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাইমস বাংলা নিউজের সম্পাদক, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া সিটি ডিজিটাল ল্যাব’র এমডি মাহমুদুল হাসান রাজু, ব্যবসায়ী সিরাজউদ্দৌল্লাহ মজুমদার, সুমন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁঞা, রাধানগর শাখার সাধারণ সম্পাদক ও রাধানগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিক একরাম সানিসহ শান্তির বন্ধন সংগঠনের স্বেচ্ছাসেবী, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
Recent Comments