দীর্ঘ ৭বছর পর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন সাজ সাজ রব
দীর্ঘ সাত বছর পর আজ ২৯ মে রবিবার ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে পুরো উপজেলা বর্ণিল সাজে সাজিয়েছেন আয়োজক ও সভাপতি-সম্পাদক প্রার্থীরা।
সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহেমদ তপু। ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের বিদায় সভাপতি জিয়াউল হক দিদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা মজুমদার।
এ সময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
বিগত ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান জিয়াউল হক দিদার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শওকত হোসেন রুবেল। আজকের সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে আগ্রহী প্রায় ৩০জন তাদের সিভি জমা দিয়েছে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক’র দপ্তরে। এতে সভাপতি পদে যাদের নাম মোঃ শরীফ উদ্দিন, মোঃ হানিফ, আবদুল্লাহ আল নোমান মজুমদার, মোর্শেদ হোসেন, ইমাম হোসেন, গালিব হোসেন রাফি, মোৰ জনি প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছে, তারা হচ্ছেন, মোঃ ফাহিম, সোহেব খান সাকিব, রিয়াদ হোসেন, আশরাফ হোসেন, মোঃ আইয়ুব, মোবারক হোসেন, রইসুল ইসলাম সজিব, নজরুল ইসলাম বাপ্পি, আশিক একরাম রাব্বি প্রমুখ।
সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক’র প্রত্যক গোপন ভোটের মাধ্যমে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক নির্বািচত হওয়ার নিয়ম থাকলেও ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী’র দিকনির্শেনায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হতে পারে বলে সম্মেলন আয়োজকরা ও সম্ভাব্য পদধারীদের সঙ্গে কতা বলে জানা যায়।
ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের বিদায় সভাপতি-সম্পাদক জানান, পদ নিয়ে প্রতিযোগীতা থাকলেও হানাহানির আশঙ্কা নেই।
Recent Comments