দীর্ঘ ৭বছর পর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হযেছে মুন্সী মোর্শেদ আলমকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মির্জা ইমাম হোসেনকে।
দীর্ঘ সাত বছর পর অদ্য ২৯ মে রবিবার বিকেলে উপজেলা পরিষদ’র সামনে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভিপি তোফায়েল আহেমদ তপু। ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের বিদায় সভাপতি জিয়াউল হক দিদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা মজুমদার।
এ সময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল প্রমুখ।
এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিনু, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রাজনীতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের ২য় অধিবেশন পরিচালনা করেন, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ। কমিটি ঘোষণা ও সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।

Recent Comments