কোভিড-১৯’র বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধ কার্যক্রম পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ
সিলেট বিভাগীয় প্রতিনিধি
🕑 প্রকাশিত হয়েছেঃ ৮:২৩ অপরাহ্ণ, ১৪/০৪/২০২১
১৪ এপ্রিল, ২০২১ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আরোপিত লক ডাউন এর প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জনচলাচল ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জনাব মো: জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মো: মিজানুর রহমান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার জনাব হায়াতুন নবী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহরিয়ার আশরাফ; জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণসহ অন্যান্যরা। পরিদর্শনকালে রাস্তায় মাস্কবিহীন চলাচলকারী জনগণকে মাস্ক প্রদান করা হয় এবং স্বাস্থ্যবিধি মানার জন্য সতর্ক করে দেয়া হয়।
স্বাস্থ্যবিধি অমান্য করায় এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রিফাতুল হক।
Recent Comments