আবদুল মান্নান:
ফেনীর পরশুরামে দক্ষিণ গুথুমা সমাজ কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রি) সন্ধায় দক্ষিণ গুথুমা গ্রামের সকলের মুরব্বি হাজী আবু আহম্মেদ এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক সৈকত বিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব সিরাজ উদ্দিন সাহেব।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ইব্রাহিম মজুমদার মিহির।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয়ম চৌধুরী নয়ন। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনাব ইকবাল মাহমুদ সৈকত।
অনুষ্ঠানের ২য় পর্বে সংস্থার সকল সদস্যদের উপস্থিতিতে ২য় প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন ও সংস্থার ৩য় জন্মদিন এর কেক কাটেন উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ এলাকার সব মুরব্বিরা।
Recent Comments