ফেনীর ছাগলনাইয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী
উপজেলা প্রতিনিধি
🕑 প্রকাশিত হয়েছেঃ ৪:৩৪ পূর্বাহ্ণ, ১৫/০৪/২০২১
সারাদেশের ন্যায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে ছাগলনাইয়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। ১৪ এপ্রিল বুধবার সকাল থেকে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ’র সার্বিক দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেয় পুলিশ।
এসময় সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি চালানোর সময় বিভিন্ন স্থান থেকে অন্তত ১০ টি মোটরসাইকেল ও গাড়ি জ্বব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়ি জ্বব্দের সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন- সরকারের বিধি নিষেধ পালনে লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ি বের করায় আজ প্রথম দিনে আমরা কয়েকটি গাড়ি জ্বব্দ করেছি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
Recent Comments