নিজস্ব প্রতিনিধি
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গতকাল ১৬ এপ্রিল রাতে বাচুর সহ দুধের গরু (গাভী) চুরি হয়ে যায় ।
গরুর মালিক কাজী ছালেহ আহাম্মদ জানান, রাতে বাচুর সহ গরুটিকে খাবার খাওয়ানোর পর ঘরে চলে আসি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি গরু গুলো নাই। চুরি হওয়া গরুর বিবরণ, গাভীর রঙ হালকা লাল কালো, সিং বড়, বাচুর রং লালছে।
এই ব্যাপারে ছাগলনাইয়া থানায় হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।
কোন ব্যক্তি উক্ত গরুর সন্ধান ফেলে ছাগলনাইয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন গরুর মালিক কাজী ছালেহ আহাম্মদ ।
Recent Comments