মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গ রাজ্যের বিশ্বখ্যাত সেন্টক্লেয়ার হাসপাতালে মেডিসিন বিভাগে যোগদান করেছেন ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান ডাঃ তৌফিক ইমতিয়াজ।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর ৪৬তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ডাঃ তৌফিক এমতিয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা শাস্ত্রের লাইসেন্স পরীক্ষায় (U.S.M.L.E) পরীক্ষায় রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে কৃতীত্বের সহিত উত্তীর্ণ হয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব খ্যাত সেন্টক্লেয়ার হাসপাতালে রেসিডেন্ট হিসাবে মেডিসিন বিভাগে যোগদান করেছেন। তিনি ভবিষ্যতে নিউরোমেডিসিন বিভাগে উচ্চতর প্রশিক্ষন নিতে আগ্রহী। উল্লেখ্য ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান ডাঃ তৌফিক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পরিচালক মনসুর আহমেদ (বিপ্লব) এবং হৃদরোগ বিশেষজ্ঞ ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএইচও ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়’র অনুজ। তার এই সাফল্যে বাঁশপাড়া বাসীসহ ছাগলনাইয়া উপজেলা বাসী গর্বিত। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
Recent Comments