জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক মনসুর আহমেদ (বিপ্লব) কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে নিয়োগ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, তিনি জাতীয় নিরাপত্তা সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।


২৭ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
তিনি ফেনী জেলার ছাগলনাইয়া পৌর সভার বাঁশপাড়ার কৃতি সন্তান।
ইতিপূর্বে তিনি নিজ দক্ষতা ও যোগ্যতায় নিজ কর্মস্থলে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে নিয়োগ হওয়াতে আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, ছাগলনাইয়া উপজেলা, ফেনী জেলাবাসীসহ দেশ-বিদেশে উনার শুভাকাঙ্গীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
সবাই উনার জন্য দোয়া করছেন। নিজ কর্মগুণে উনার আরো সফলতা কামনা করছেন পরিবারের সদস্যরা।

ফেনীর কৃতি সন্তান মনসুর আহমেদ বিপ্লব’কে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ
টিবিএন/এমএইউএস
Recent Comments