ছাগলনাইয়ায় ‘বাঁধনহারা’ নামে উপজেলা শিশু পার্ক’র শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ মে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের পাশে এই দৃর্ষ্টিনন্দন পার্ক’র উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন পার্কটি উদ্বোধন করেন, ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এম.পি।

ফেনীর ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন শিশু পার্ক ‘বাঁধনহারা’র শুভ উদ্বোধন
এ সময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধালরণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
দৃষ্টিনন্দন পার্কের পরিকল্পনা ও বাস্তবায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের।

ফেনীর ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন শিশু পার্ক ‘বাঁধনহারা’র শুভ উদ্বোধন
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।

ফেনীর ছাগলনাইয়ায় দৃষ্টিনন্দন শিশু পার্ক ‘বাঁধনহারা’র শুভ উদ্বোধন
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, রাধানগর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রউপ ভূঁঞা, উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই ভূঞাঁ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সলিম উল্যাহ ভূঞাঁ প্রমূখ।
Recent Comments