ফেনীর ছাগলনাইয়ায় হোন্ডার নতুন একটি শোরুম খোলা হয়েছে।
৩১ মে সোমবার বিকেলে ছাগলনাইয়া ডাকবাংলা রোডে, মানারাত হাসপাতালের উত্তর পাশে এক দোয়া, মিলাদ, ফিতা কাটা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই শোরুমের যাত্রা শুরু হয়ে ডিলাররা।

ফেনীর ছাগলনাইয়ায় হোন্ডা’র নতুন শোরুম উদ্বোধন
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
হোন্ডা’র ছাগলনাইয়া ডিলারের মালিক মোমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিবি আবু আহাম্মদ ভূঁঞা, ছাগলনাইয়া পৌর সভার কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, মোঃ এনায়েত উল্যাহ সোহেলসহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

ফেনীর ছাগলনাইয়ায় হোন্ডা’র নতুন শোরুম উদ্বোধন
অনুষ্ঠানে হোন্ডা কোম্পানী পক্ষে জানান, হোন্ডা বিশ্বের #১ নম্বর মোটরসাইকেল ব্র্যান্ড এবং তারা অচিরেই বাংলাদেশেও #১ নম্বর ব্র্যান্ড হয়ে উঠবে। তিনি এ সময় বাংলাদেশের সাধারণ মানুষের হাতে সর্বোৎকৃষ্ট ডিজাইনের, জ্বালানি সাশ্রয়ী ও টেকসই মোটরসাইকেল তুলে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ফেনীর ছাগলনাইয়ায় হোন্ডা’র নতুন শোরুম উদ্বোধন
তাছাড়া তারা বিক্রয়োত্তর সেবার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব আরোপ এবং বাজারে প্রচলিত হোন্ডার সকল মডেলের বাইকের খুচরা যন্ত্রাংশের দ্রুত সরবরাহ নিশ্চিত করবে বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশ সরকারকে সিকেডি মোটর সাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর অনুরোধ করেন, যাতে এদেশের মানুষ স্বল্প মূল্যে মোটরসাইকেল পেতে পারে।
Recent Comments