জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক মাসুম বিল্লাহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। অদ্য ২৮ এপ্রিল বৃহস্পতিবার দুপরে সংবাদ সংগ্রহের কাজে ঘোপালের দিকে যাওয়ার সময় জঙ্গলমিয়া বাজার এলাকায় মুহুরী গঞ্জ সড়কে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে ছিড়কে পড়েন।
এসময় ডান পায়ে হাটুর ওপরি ভাগে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছে। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।
Recent Comments