লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপটি চালু করার পর হতে প্রথম ৩২ ঘণ্টায় পৌনে ৮ কোটির বেশি মানুষ নক/হিট করেছে।
ওয়েবসাইটের প্রাপ্ত ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, গতকাল ১৩ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১১ টার সময় এটি উদ্বোধন করা হয়। আজ ১৪ এপ্রিল ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই ওয়েবসাইটে মোট ৭ কোটি ৮০ লক্ষ ৩৬ হাজার ৯৯৪ টি নক/ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ৪০ হাজার ৬৪৪ টি হিট/নক হচ্ছে।
গত ৩২ ঘন্টায় ৩ লাখ ৯ হাজার ৪৭৮ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ২ লাখ ৪৪ হাজার ৫১৪ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।
Recent Comments