চাকরি নয় সেবা
বাংলাদেশ পুুলিশে
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ২০২১
#প্রতিষ্ঠানের_নামঃ বাংলাদেশ পুলিশ
#পদের_নামঃ ট্রেইনী রিক্রুট কনস্টেবল (টিআরসি)
#পদ_সংখ্যাঃ ৩,০০০টি (পুরুষঃ২৫৫০জন,মহিলাঃ৪৫০জন )
#বয়সঃ ১৮ থেকে ২০ বছর (#বিঃদ্রঃ ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে যাদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে ছিলো অর্থাৎ
#যাদের ০১/০৪/২০০০ সালের পরে জন্ম তারাও আবেদন করতে পারবেন)
#শিক্ষাগত_যোগ্যতাঃ এসএসসি/সমমান পাশ (সর্বনিন্ম জিপিএ-২.৫)
#আবেদনের_সময়সীমাঃ ১০ সেপ্টেম্বর ২০২১খ্রিঃ থেকে ০৭ অক্টোবর ২০২১খ্রিঃ পর্যন্ত।
#আবেদন_ফিঃ ৩০৳ (SMS ফি) + ১০০৳(ট্রেজারী চালান)= সর্বমোট ১৩০ টাকা
#আবেদনের_লিংকঃ http://police.teletalk.com.bd/
Recent Comments