এক্সিলেন্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার এইচ রয়েল রানার ছোট ভাই ব্যবসায়ী আজাদ হোসেন সুমন ও নুসরাত জাহান নিশার শুভ বিবাহ গত বহস্পতিবার (১ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলার হাজারী পুকুর সৌদিয়া কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। আজাদ হোসেন সুমন ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের লালমিয়া হাজী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিদ্দিক আহাম্মদ ও গৃহিনী বিবি খোদেজা বেগমের কনিষ্ঠ পুত্র এবং নুসরাত জাহান নিশা ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লালমিয়া মুন্সী বাড়ির প্রবাসী নুরুল আমিন ও গৃহিনী রৌশন আরা বেগম রুবির কন্যা।
এর আগে বুধবার দিবাগত রাতে লক্ষীপুর গ্রামের মায়ার আঁচলে আজাদ হোসেন সুমনের জমকালো আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর পর শুক্রবার মায়ের আঁচলে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সুধীজন, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেন। এসময় অতিথিরা নব-দম্পত্তিকে অফুরন্ত শুভেচ্ছা, অভিনন্দন ও আগামীদিনের পথ চলায় শুভ কামনা জানান।
Recent Comments