ফেনীর ছাগলনাইয়ায় ১০নং ঘোপাল ইউনিয়নের দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষক আরিফুল ইসলাম কর্তৃক ছাত্র বলাৎকার’র অভিযোগ পাওয়া গেছে। ১১ জুন শুক্রবার সন্ধ্যায় ভিকটিম’র মাতা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ভিকটিম’র মাতা টাইমস বাংলা নিউজকে জানায়, আমি ও আমার পিতা যখন মাদ্রাসায় যাই, আমার ছেলে আমাদেরকে কান্না জনিত কন্ঠে জানায়, লম্পট হুজুর গত রমযান মাসেও উনার কোলে বসিয়ে আমার সাথে খারাপ কাজ করে এবং গত দুই দিন আগেও আমার জামা কাপড় খুলে আমার সাথে খারাপ করে করে। এই কথা শুনে আমি ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ করলে, পুলিশ তাৎক্ষনিকভাবে লম্পট হুজুর কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ফেনীতে ছাত্রকে বলাৎকার’র অপরাদে শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত হুজুর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের পশ্চিম ঘোপাল চাঁদগাজী মহাজন বাড়ী’র মৃত গণি আহাম্মদ ও ছখিনা আক্তার’র ছেলে।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম’র টাইমস বাংলা নিউজকে জানান, অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Recent Comments