ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুন) বিকালে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাগুনী রাবার ড্যাম এলাকার শালবাগানের ভিতর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায় শাল গাছের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পীরগঞ্জে শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্থানীয়রা ও ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন,স্থানীয়রা মৃত অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে ও পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে।
কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Recent Comments