ফেনীর ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র নতুন কমিটি প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসার সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়।

ছাগলনাইয়ায় উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র সভাপতি কামরুল ইসলাম’র সভাপতিত্বে ও উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আনোয়ার উল্যাহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম, নুরুল কমির মজুমদার, ফাতেমা খাতুন জান্নান, দাতা সদস্য আজহারুল ইসলাম, অভিভাবক সদস্য তাজুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, বশির আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য সুরমা আক্তার।

ছাগলনাইয়ায় উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
এ সময় মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি প্রতিষ্ঠানের পড়ালেখার মান উন্নয়নের কাজ করে যাবে আশাবাদ প্রকাশ করেন সভাপতি কামরুল ইসলাম।
Recent Comments