মাদক চালানকারী ও বিক্রয়কারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মেজর সেলিমউদ্দুজা নিলয়।
১৯ মে বুধবার বিকেলে মিরশ্বরাই থানার ওলিনগর গ্রামের সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব কথা বলেন ফেনী ৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমউদ্দুজা নিলয়।
এ সময় তিনি আরো বলেন, আমাদের কাছে সব তথ্য আছে, কিন্তু ভালো হওয়ার সুযোগ দিয়েছি। ভালো হয়ে যান, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। তারপরও এই এলাকাগুলোতে মাদক চালান ও ক্রয়-বিক্রয় করতে দেওয়া হবে না। দলের ক্ষমতা খাটিয়ে কেউ জায়গা জমিন দখল করবেন না, সেটি করলেও আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মাদক চালানকারী ও বিক্রয়কারীর কোন ছাড় নাই: মেজর সেলিমউদ্দুজা নিলয়
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

মাদক চালানকারী ও বিক্রয়কারীর কোন ছাড় নাই: মেজর সেলিমউদ্দুজা নিলয়
এ সময় অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন, মীরশ্বরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। ১নং করের হাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল্লাহ সেলিম, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, আ’লীগ নেতা ও সৌদিয়া কমিউনিটি সেন্টার’র পরিচালক বেলাল হোসেন, ঘোপাল ইউপির সাবেক সদস্য মোশারফ হোসেনসহ ছাগলনাইয়া ও মীরশ্বরাই উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

মাদক চালানকারী ও বিক্রয়কারীর কোন ছাড় নাই: মেজর সেলিমউদ্দুজা নিলয়
Recent Comments