টাইমস বাংলা নিউজ ডেস্ক :-
১৯৭১ সালের ২৩শে মার্চ পাকিস্তান দিবসের বদলে সারাদেশ জুড়ে পালিত হয় বাঙালীদের পাকিস্তান প্রতিরোধ দিবস।পাকিস্তানের পতাকার বদলে দেশজুড়ে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। এই দিন রাজধানী ঢাকা শহরের সব মিছিল গিয়ে শেষ হয় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে।বঙ্গবন্ধু মিছিলকারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মিছিলকারীদের সাথে বঙ্গবন্ধু নিজেই শ্লোগান ধরেন৷
“আমার দেশ, তোমার দেশ
“বাংলাদেশ বাংলাদেশ”
“জাগো জাগো, বাঙালি জাগো”
“সংগ্রাম সংগ্রাম, চলবে চলবে”।
Recent Comments